hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support
hadith book logo

HADITH.One

Bangla

System

এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

২৪. কিতাবুয্ যাকাত

مختصر صحيح البخاري

/২৯ পরিচ্ছেদঃ আল্লাহর কাছে সেই আমল বেশী প্রিয় যা সর্বদা করা হয়

৭৪০

সহিহ হাদিস
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : كَانَ أَبُو طَلْحَةَ أَكْثَرَ الْأَنْصَارِ بِالْمَدِينَةِ ما لا مِنْ نَخْلٍ ، وَكَانَ أَحَبَّ أَمْوَالِهِ إِلَيْهِ بَيْرُ حَاءَ وَكانَتْ مُسْتَقْبلَةَ المَسْجِدِ، وَكَانَ رَسُولُ الله (ﷺ) يَدْخُلُهَا، وَيَشْرَبُ مِنْ مَاءٍ فِيهَا طيب. قَالَ أَنَسٌ : فَلَمَّا أُنْزِلَتْ هَذِهِ الآيَةُ : لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ . قَامَ أَبُو طَلْحَةَ إِلَى رَسُولِ اللَّهِ فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ: لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ . وَإِنَّ أَحَبَّ أَمْوَالِي إِلَيَّ بَيْرُ حاءَ ، وَإِنَّهَا صَدَقَةٌ لِلَّهِ ، أَرْجُو بِرَّهَا وَذُخْرَهَا عِنْدَ اللَّهِ، فَضَعْهَا، يَا رَسُولَ اللهِ ، حَيْثُ أَرَاكَ اللَّهُ. قَالَ : فَقَالَ رَسُولُ الله (ﷺ): (بَحْ ، ذلِكَ مَالٌ رَابِحٌ، ذَلِكَ مَالٌ رَابِحٌ، وَقَدْ سَمِعْتُ مَا قُلْتَ، وَإِنِّي أَرَى أَنْ تَجْعَلَهَا فِي الْأَقْرَبِينَ). فَقَالَ أَبُو طَلْحَةَ : أَفْعَلُ يَا رَسُولَ اللَّهِ، فَقَسَمَهَا أَبُو طَلْحَةَ فِي أَقَارِبِهِ وَبَنِي عَمِّهِ.

আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ মদীনার আনসারদের মধ্যে আবু তালহার খেজুর বাগান ছিল সবচেয়ে বেশী। তার বাগানগুলোর মধ্যে 'বাইরূহা' নামক বাগানটি ছিল তাঁর কাছে সর্বাধিক প্রিয়। এটি ছিল মসজিদে নববীর সম্মুখ দিকে। রাসূলুল্লাহ (ﷺ) কখনও কখনও ঐ বাগানে প্রবেশ করতেন এবং সেখান থেকে মিঠা পানি পান করতেন। আনাস (রাঃ) বলেনঃ যখন কুরআনের এই সূরাটি নাযিল হলঃ

(لَن تَنَالُوا۟ ٱلْبِرَّ حَتَّىٰ تُنفِقُوا۟ مِمَّا تُحِبُّونَ)

“তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবেনা যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় করবে। (সূরা আল-ইমরানঃ ৯২)

তখন আবু তালহা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এসে বললেনঃ হে আল্লাহর রাসূল! আল্লাহ তা'আলা বলেছেনঃ “তোমরা যা ভালবাস তা থেকে দান না করা পর্যন্ত প্রকৃত কল্যাণ লাভ করতে পারবেনা”। আর আমার সম্পদের মধ্যে বাইরূহা নামক বাগানটি সবচেয়ে প্রিয়। আমি তা আল্লাহর জন্য সাদকাহ করে দিলাম। আমি এর বিনিময়ে ছাওয়াব ও আখেরাতে উহা সঞ্চয়ের আশা পোষণ করি। হে আল্লাহর রাসূল! আপনি এটা নিয়ে নেন এবং আল্লাহ আপনাকে যেখানে খরচ করতে বলেন সেখানে খরচ করুন। রাসূলুল্লাহ (ﷺ) তখন বললেনঃ বাহ! এটা তো লাভজনক সম্পদ! এটা তো লাভজনক সম্পদ। আমি তোমার কথা শুনেছি। এটা তোমার আত্মীয়দের মধ্যে বিতরণ করে দেয়াটাই আমি সঙ্গত মনে করি। আবু তালহা বললেনঃ আমি তাই করব। অতঃপর আবু তালহা তাঁর আত্মীয় এবং চাচাতো ভাইদের মধ্যে বন্টন করে দিলেন। (আলোকিত প্রকাশনীঃ ৭২৮)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন