hadith book logo

HADITH.One

HADITH.One

Bangla

Support

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন
hadith book logo

মুখতাসার সহীহ আল-বুখারী

৭৬. কিতাবুল আইমান ও ইয়ান্‌ নুযুর (শপথ মান্নত)

مختصر صحيح البخاري

৭৬/ পরিচ্ছেদঃ শপথ ও মানতের বর্ণনা

২১৪২

সহিহ হাদিস
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قالَ : قَالَ لِي النَّبِيُّ (ﷺ) : (يَا عَبْدَ الرَّحْمَنِ بْنَ سَمُرَةَ ، لَا تَسْأَلِ الإمارَةَ، فَإِنَّكَ إِنْ أُوتِيتَهَا عَنْ مَسْأَلَةٍ وكِلْتَ إِلَيْهَا ، وَإِنْ أُوتِيتَهَا مِنْ غَيْرِ مَسْأَلَةٍ أُعِنْتَ عَلَيْهَا، وَإِذَا حَلَفْتَ عَلَى يَمِينٍ، فَرَأَيْتَ غَيْرَهَا خَيْرًا مِنْهَا، فَكَفِّرْ عَنْ يَمِينِكَ وَاثْتِ الَّذِي هُوَ خَيْرٌ ).

আব্দুর রাহমান বিন সামুরা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ নবী (ﷺ) আমাকে বললেনঃ হে আব্দুর রাহমান! তুমি নেতৃত্ব চেয়োনা। কেননা যদি তোমাকে তা চাওয়া অনুযায়ী দেয়া হয়, তাহলে তোমাকে তার প্রতি সোপর্দ করা হবে। আর যদি তা তোমাকে না চাওয়ার কারণে দেয়া হয়, তাহলে সেখানে তোমাকে সাহায্য করা হবে। আর তুমি কখনও শপথ করে তার বিপরীত করাকে উত্তম মনে করলে তা ভঙ্গ করবে এবং তার কাফ্ফারা দিয়ে দিবে। আর যেটা উত্তম সেটা করো৷ (আলোকিত প্রকাশনীঃ ২০৮৮)
টিকাঃ শপথ ও মানতের কাফফারা হচ্ছে একজন দাসমুক্ত করা অথবা দশজন মিসকিনকে খাবার দেয়া কিংবা তাদের পোশাক দেয়া। উক্ত তিন কাজের কোন একটি না করতে পারলে চতুর্থ কাজ করবে। তা হচ্ছে তিন দিন রোযা রাখা।

২১৪৩

সহিহ হাদিস
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ (ﷺ) قال: (نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ الْقِيَامَةِ) وَقَالَ رَسُولُ اللهِ (ﷺ): (وَاللَّهِ، لأَنْ يَلِجَّ أَحَدُكُمْ بِيَمِينِهِ في أَهْلِهِ آثَمُ لَهُ عِنْدَ اللَّهِ مِنْ أَنْ يُعْطِيَ كَفَّارَتَهُ الَّتِي افْتَرَضَ اللهُ عَلَيْهِ) .

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেনঃ আমরা অন্যান্য উম্মতের পরে দুনিয়াতে আগমণ করেছি। কিন্তু কিয়ামতের দিন আমরা সবার আগে থাকবো। অর্থাৎ সবার আগে জান্নাতে প্রবেশ করবো।

নবী (ﷺ) বলেছেনঃ আল্লাহর কসম! তোমাদের কেউ যদি স্বীয় পরিবার-পরিজন সম্পর্কে কসম করে তাতে অটল থাকে এটা আল্লাহ্ কর্তৃক নির্ধারিত কসমের কাফ্ফারা আদায় করার চেয়েও আল্লাহর নিকট অধিক অপরাধ। (আলোকিত প্রকাশনীঃ ২০৮৯)
টিকাঃ রাগের বশবতী হয়ে কসম খেয়ে পরিবার-পরিজনকে কষ্টের মধ্যে ফেলা উচিত নয়। এরূপ অবস্থায় কাফ্ফারা দিয়ে কসম ভেঙ্গে ফেলা উচিত।
৭৬/ পরিচ্ছেদঃ নবী (ﷺ)-এর কসম কেমন ছিল?

২১৪৪

সহিহ হাদিস
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ هِشَامٍ رَضِيَ اللهُ عَنْهُ قالَ : كُنَّا مَعَ النَّبِيِّ (ﷺ) وَهُوَ آخِذْ بِيَدِ عُمَرَ بْنِ الخَطَّابِ، فَقَالَ لَهُ عُمَرُ : يَا رَسُولَ اللهِ، لأَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ كُلِّ شَيْءٍ إِلا مِنْ نَفْسِي، فَقَالَ النَّبِيُّ (ﷺ) : (لاَ ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْكَ مِنْ نَفْسِكَ. فَقَالَ لَهُ عُمَرُ : فَإِنَّهُ الآنَ، وَاللَّهِ، لَأَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ نَفْسِي، فَقَالَ النَّبِيُّ (ﷺ): (الآنَ يَا عُمَرُ ) .

আব্দুল্লাহ্ বিন হিশাম (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ আমরা একদা নবী (ﷺ)-এর সাথে ছিলাম। তখন তিনি উমার বিন খাত্তাবের হাত ধরা অবস্থায় ছিলেন। উমার (রাঃ) তাঁকে বললেনঃ হে আল্লাহর রাসূল! আপনি আমার নিকট সকল বস্তু হতে অধিক প্রিয়৷ তবে আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় নন। নবী (ﷺ) তখন বললেনঃ যার হাতে আমার প্রাণ তাঁর শপথ! তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, যতক্ষণ না তুমি আমাকে তোমার প্রাণের চেয়ে অধিক ভালবাসবে। অতঃপর উমার (রাঃ) তাঁকে বললেনঃ হে আল্লাহর রাসূল! এখন থেকে আপনি আমার নিকট আমার প্রাণের চেয়েও অধিক প্রিয়। নবী (ﷺ) তখন বললেনঃ হে উমার এখন তুমি সত্যিকারের ঈমানদারে পরিণত হলে। (আলোকিত প্রকাশনীঃ ২০৯১)

২১৪৫

সহিহ হাদিস
عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قالَ: انْتَهَيْتُ إِلى رَسُولِ اللَّهِ (ﷺ) وَهُوَ يَقُولُ في ظل الْكَعْبَةِ : (هُمُ الْأَخْسَرُونَ وَرَبِّ الْكَعْبَةِ، هُمُ الأَخْسَرُونَ وَرَبِّ الْكَعْبَةِ). قُلْتُ: مَا شَأْنِي أَيَرَى فِي شَيْئًا، مَا شَأْنِي؟ فَجَلَسْتُ إِلَيْهِ وَهُوَ يَقُولُ، فَمَا اسْتَطَعْتُ أَنْ أَسْكُتَ، وَتَغَشَّانِي مَا شَاءَ الله، فَقُلْتُ: مَنْ هُمْ بِأَبِي أَنَتْ وَأُمِّي يَا رَسُولَ اللهِ ؟ قال : الأَكْثَرُونَ أَمْوَالًا، مَنْ قالَ : هَكَذَا، وَهَكَذَا، وَهُكَذَا).

আবু যার (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গেলাম। তিনি তখন কাবা ঘরের ছায়ায় বসে বলছিলেনঃ কাবার রবের শপথ! তারা ক্ষতিগ্রস্ত হবে। কাবার রবের শপথ! তারা ক্ষতিগ্রস্ত হবে। বর্ণনাকারী বলেনঃ আমি মনে মনে বললামঃ আমার কি হলো? আমার মধ্যে এমন কি পরিলক্ষিত হচ্ছে। আমি তাঁর নিকট বসে পড়লাম। তিনি কথাটি বলতেই থাকলেন। আমি চুপ থাকতে পারলাম না৷ দুশ্চিন্তা ও দুর্ভাবনা আমাকে অস্থির করে তুলেছিলো। আমি বললামঃ আমার মা-বাপ আপনার জন্য কোরবান হোক! হে আল্লাহর রাসূল! তারা কারা? তিনি বললেনঃ যারা অধিক সম্পদশালী। অবশ্য সে ব্যক্তি নয়, যে এভাবে এভাবে ও এভাবে সাদকা করলো। (আলোকিত প্রকাশনীঃ ২০৯২)
৭৬/ পরিচ্ছেদঃ আল্লাহর বাণীঃ তারা আল্লাহর নামের দ্বারা শক্ত কসম করে

২১৪৬

সহিহ হাদিস
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ : أَنَّ رَسُولَ اللهِ (ﷺ) قَالَ: (لَا يَمُوتُ لِأَحَدٍ مِنَ المُسْلِمِينَ ثَلَاثَةٌ مِنَ الْوَلَدِ لَنْ تَمَسَّهُ النَّارُ إِلَّا تَحِلَّةَ الْقَسَم).

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ যে কোন মুসলমানের তিনটি সন্তান মৃত্যু বরণ করবে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তবে আল্লাহ্ তাঁর কসম পূর্ণ করার জন্য একবার তাতে নিবেন।
(আলোকিত প্রকাশনীঃ ২০৯৩)
টিকাঃ তবে আল্লাহ্ তাঁর কসম পূর্ণ করার জন্য একবার তাতে নিবেন- এখানে সূরা মারইয়ামের ৭১ নং আয়াতের দিকে ঈঙ্গিত করা হয়েছে। আল্লাহ্ তাআলা বলেনঃ

وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا ۚ كَانَ عَلَىٰ رَبِّكَ حَتْمًۭا مَّقْضِيًّۭا

তোমাদের মধ্যে এমন কেউ নেই, যে তথায় পৌছবে না। এটা আপনার পালনকর্তার নির্ধারিত ফয়সালা। (সূরা মারইয়ামঃ ৭১)
৭৬/ পরিচ্ছেদঃ কসম খাওয়ার পর ভুলবশত তা ভেঙ্গে ফেললে

২১৪৭

সহিহ হাদিস
وَعَنْهُ رَضِيَ اللَّهُ عَنْهُ : أَنَّ النَّبِيَّ قال: (إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِأُمَّتِي عَمَّا وَسْوَسَتْ، أَوْ حَدَّثَتْ بِهِ أَنْفُسُهَا، مَا لَمْ تَعْمَلْ بِهِ أَوْ تَكَلَّمْ.

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেনঃ আল্লাহ্ তাআলা আমার উম্মাতের মনের কল্পনা বা ধারণাগুলো মাফ করে দিয়েছেন। যে পর্যন্ত না সে কাজে পরিণত করবে অথবা বাক্যে ব্যবহার করবে। (আলোকিত প্রকাশনীঃ ২০৯৪)

রিডিং সেটিংস

Bangla

System

আরবি ফন্ট নির্বাচন

Kfgq Hafs

অনুবাদ ফন্ট নির্বাচন

Kalpurush

22
17

সাধারণ সেটিংস

আরবি দেখান

অনুবাদ দেখান

রেফারেন্স দেখান

হাদিস পাশাপাশি দেখান


এই সদাকা জারিয়ায় অংশীদার হোন

মুসলিম উম্মাহর জন্য বিজ্ঞাপনমুক্ত মডার্ন ইসলামিক এপ্লিকেশন উপহার দিতে আমাদের সাহায্য করুন। আপনার এই দান সদাকায়ে জারিয়া হিসেবে আমল নামায় যুক্ত হবে ইন শা আল্লাহ।

সাপোর্ট করুন